
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখা হবে; দাদাগিরির কোনো সুযোগ থাকবে না। ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে বিশেষ গুরুত্ব দেবে বিএনপি।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, প্রত্যেক দেশ স্বাভাবিকভাবেই তার নিজের স্বার্থ দেখবে। তবে নির্বাচিত সরকার না থাকলে এই দাবি আদায় সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুকে অগ্রাধিকার দেবে।
এদিন চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে অংশ নেবেন বিএনপির মহাসচিব। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর