• ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ২১:২০ অপরাহ্ণ
খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

শুক্রবার দুপুরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা-মা ও বড় বোনের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে জেলা বিএনপি। সংগৃহীত ছবি

সংবাদটি শেয়ার করুন....

বিএনপির চেয়ারপারসন এবং দিনাজপুর-৩ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি।

শুক্রবার দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করে প্রচারণার সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

কবর জিয়ারতের পর ফরিদপুর গোরস্থান মোড় থেকে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ শুরু করা হয়।

এ সময়ে জেলা বিএনপির নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, বেগম খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুর সদর উপজেলায়। তিনি দেশের স্বার্থে সবসময় আপসহীন ভূমিকা রেখেছেন, যা দিনাজপুরবাসীর জন্য গর্বের। তিনি আরও জানান, চেয়ারপারসনের বড় বোন মরহুম খুরশিদ জাহান হকের উদ্যোগেই দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বহু উন্নয়ন সম্ভব হয়েছিল।

তার মতে, গত ১৭ বছর তথাকথিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর সদর উন্নয়নের বাইরে ছিল। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, যাতে খুরশিদ জাহান হকের শুরু করা উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।

বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচন করলেও এই প্রথম তিনি দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।