গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কথা বলার সুযোগ অব্যাহত থাকলে স্বয়ংক্রিয়ভাবেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
আমীর খসরু বলেন, স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি টিকতে পারবে না।
রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপটি আয়োজন করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বিএনপির এই নেতা সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, বক্তব্যের মাধ্যমে বিষোদগার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যজনের কথা শোনা, সহ্য করা এবং তার মতকে সম্মান দেওয়া।
তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অসম্ভব। বিপ্লবোত্তর দ্রুত নির্বাচন করেছে এমন দেশগুলো ভালো করেছে; যেখানে নির্বাচন দীর্ঘ সময় নিয়েছে, সেখানে অন্তঃকোন্দল বেড়েছে।’
আমীর খসরু উল্লেখ করেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে এগোচ্ছে এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে। তাদের প্রধান কাজ হলো সেই স্থান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, যেখানে তা নষ্ট হয়েছে এবং জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়া।
তিনি বলেন, ঐকমত্যের প্রচেষ্টা একটি ভালো উদ্যোগ। আলাদা দর্শন থাকলেও সবাইকে একত্রে আসতে হবে—এটাই বাকশালের আদর্শ। চাপিয়ে দেওয়া কোনো পরিবর্তন টেকসই হবে না।
অর্থনৈতিক উন্নতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের সময় বিনিয়োগ আসেনি, তবে এ জন্য তাদের দোষ নেই। বিনিয়োগের পরিমাণ খুবই কম। দেশের অর্থনীতি উন্নয়নে সিরিয়াস ডিরেগুলেশন ও সিরিয়াল লিবারেলিজম ছাড়া সম্ভব নয়।
তিনি বলেন, সরকারকে অনেক দায়িত্ব বেসরকারি খাতে ছাড়তে হবে। ট্রেড বডিগুলোকে অনেক কার্যক্রম হাতে নিতে হবে, সরকারের নির্ভার হতে হবে। ফিজিক্যাল কন্ট্রাক্ট কমানো না গেলে দুর্নীতি কমানো যাবে না। বেশি নিয়ন্ত্রণ থাকবে, ততই দুর্নীতি বাড়বে। অর্থনীতিকে গণতান্ত্রিক করতে সবার অংশগ্রহণ দরকার।
এছাড়া ফ্যাসিবাদের বাজেট চালিয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন বাজেট আনা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ফোকাস কীওয়ার্ড: গণতন্ত্র, অন্যের মত সম্মান, আমীর খসরু, , অন্তর্বর্তীকালীন সরকার
কীওয়ার্ড:
মেটা ডিস্ক্রিপশন: