
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ত্রাণপ্রত্যাশী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫১৩ জন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর পাশাপাশি অনাহারে আরও পাঁচ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে দুইজন শিশু। ক্ষুধাজনিত কারণে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, যার মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।
গাজার গণমাধ্যম বিভাগ জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার অবরোধ অব্যাহত রেখে এখনও ৪৩০ ধরনের খাদ্যসামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছে। হামাসের অভিযোগ, গাজায় চলমান গণহত্যার পাশাপাশি ইসরায়েল সচেতনভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখছে।
গাজার মানবিক সংকট প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং আরও ২৭টি দেশ ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলকে অবিলম্বে অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে।
অপরদিকে, আল জাজিরার এক সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ফ্রান্স ইসরায়েলের প্রতি গণমাধ্যমকর্মীদের নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও গাজায় ইসরায়েলি গণহত্যার অভিযোগ তুলেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর