
গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনায় পুরো গোপালগঞ্জ শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে।
পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার বিকেল ৩টার দিকে শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ হামলা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে।
পরিস্থিতি দ্রুতই সারা শহরে ছড়িয়ে পড়ে। এনসিপির সমাবেশের মঞ্চে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, জুলাই মাসজুড়ে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় এনসিপি। আজকের কর্মসূচির অংশ হিসেবে তারা গোপালগঞ্জে লং মার্চ ও সমাবেশ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর