
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি। ২০২৪ সালে দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে তারা।
বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, সাম্য একটি আদর্শ। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ১৯৭১ এবং ২০২৪ সালের তরুণরা। সাম্যের সমাজ ও গণতন্ত্রকে কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বারবার স্মরণ করতে হবে এবং মনে রাখতে হবে।
তিনি শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে বলেন, তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে। আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সকল অসঙ্গতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল এবং তরুণ জনগোষ্ঠীসহ সবার সহযোগিতা প্রয়োজন।
শারমীন এস মুরশিদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। জাতির বিবেক হিসেবে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর হতে পারেন। তাদের লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর