• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চলছে মেট্রোরেল, বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১৮:৫৯ অপরাহ্ণ
চলছে মেট্রোরেল, বন্ধ আগারগাঁও থেকে মতিঝিল
সংবাদটি শেয়ার করুন....

উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় আপাতত এই অংশে ট্রেন চালানো সম্ভব হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মেরামতের পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা যাবে।

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আগারগাঁও থেকে উত্তরা অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বাকি অংশ চালু করতে সময় লাগবে, কারণ মেরামতের জন্য ক্রেন আনা এবং নিরাপত্তা পরীক্ষা প্রয়োজন।

দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪০)। তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়েছে, “কারিগরি বা যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। যাত্রীদের চলাচলে অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধৈর্য্যধারণ ও সহযোগিতা কামনা করা হলো।”

মেট্রোরেলের পিলারের কম্পন নিয়ন্ত্রণে বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। প্রতিটি প্যাডের ওজন ১৪০–১৫০ কেজি। উল্লেখ্য, গত বছর ১৮ সেপ্টেম্বরও মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

মেট্রোরেল বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ গণপরিবহন। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল করছে। উদ্বোধনের পর জুন পর্যন্ত প্রায় ১৫ কোটি ৭৫ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।