প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
চীনের সঙ্গে বিরল খনিজ পদার্থ নিয়ে নবায়নযোগ্য চুক্তি হয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে বিরল খনিজ পদার্থ নিয়ে সব বাধা দূর হয়েছে এবং দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে এক বছরের জন্য নবায়নযোগ্য একটি চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। চীন দীর্ঘদিন ধরে ‘বিরল খনিজ’ পদার্থের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই খনিজ পদার্থগুলো ঘরোয়া যন্ত্রপাতি, গাড়ি, জ্বালানি উৎপাদন থেকে শুরু করে অস্ত্র তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রাখে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, সব বিরল খনিজের বিষয়টি এখন সমাধান হয়েছে এবং এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং বিশ্বের সবার জন্য প্রযোজ্য। তিনি আরও জানান, চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে এবং প্রতিবছর পুনরায় আলোচনার মাধ্যমে এটি নবায়ন করা হবে। এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প জাপানের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বিরল খনিজ নিয়ে এখন আর কোনো বাধা নেই। আশা করি, এই শব্দটি কিছুদিনের জন্য আমাদের অভিধান থেকে মুছে যাবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর