আজ চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম পৌরসভার ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বা সংলগ্ন রাস্তার পাশে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’ অনুযায়ী একযোগে একইসময়ে ১৫০০০ জন ছাত্রছাত্রী ১৫০০০ ফলজ গাছের চারা মাধ্যমে রোপণ করেন। ফলজ বৃক্ষের মধ্যে আম, পেয়ারা, আমড়া, লিচু, কদবেল, বরই ও লেবু উল্লেখযোগ্য।
চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার আওতাধীন মাধ্যমিক পর্যায়ের ১১১টি স্কুল/কলেজ/মাদ্রাসা এবং প্রাথমিক পর্যায়ের ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০০০ জন শিক্ষার্থী সরাসরি বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। প্রতিটি গাছের সাথে রোপণকারী হিসেবে গাছের পরিচয়সহ সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে ‘নেম প্লেট’ ঝুলানো হয়েছে।
যে শিক্ষার্থী গাছটি রোপণ করবেন, তিনিই বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় গাছের যত্ন নিবে ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং সম্মানিত শিক্ষাকগণ শ্রেণিকক্ষে বা সুবিধাজনক সময়ে এক্ষেত্রে তদারকি করবেন।
বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালে প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রানিত করেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক জামাল হোসেনের এর উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার জনাব জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: নূরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার জনাব ওয়াসিম আহমেদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।