
এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় দেখা গেছে মন্দিরা চক্রবর্তীকে। সিনেমাটি মুক্তির পর তার জনপ্রিয়তা বেড়েছে, একইসঙ্গে অনেক প্রস্তাবও বেড়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।
জানিয়েছেন, ‘নীলচক্র’ মুক্তির পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাতটি নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। এর মধ্যে চারটিতে নায়ক হিসেবে ভাবা হয়েছে শরিফুল রাজকে।
বাকি তিনটি সিনেমার গল্পেও রয়েছেন প্রথম সারির নায়করা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা বলেন, ‘এখনই কিছু বলতে চাই না। কথাবার্তা চূড়ান্ত হলে সবই জানাবো। আমি চাই, যেটা করবো, সেটা যেন দর্শকদের মনে জায়গা করে নেয়।
আমি নাচের মেয়ে। এখনো এমন কোনো সিনেমা পাইনি, যেখানে ঠিকমতো নাচের স্কিল দেখাতে পারি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনই চাই আইটেম গানেও নিজেকে তুলে ধরতে।’
কাজ নিয়ে তাড়াহুড়ো নেই মন্দিরার।
ভালো কাজের মধ্য দিয়ে নিজের জায়গা গড়ে তুলতে চান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর