বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম দৈনিক ভোর কে বলেন, বন্দর থানায় জনবল সংকটের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সার্বিক কার্যক্রম উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে। এ থানায় জনবল সংকট পূরণ হলে সার্বিক কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে। তিনি বলেন, চারটি ইউনিয়ন : চন্দ্র মোহন ইউনিয়ন,টঙ্গী বাড়িয়া ইউনিয়ন,চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়ন নিয়ে বন্দর থানা গঠিত, মাদক সংশ্লিষ্ট বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে রয়েছে। প্রতি মাসই মাদক মামলা হচ্ছে এবং মাদক নির্মূলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনসাধারণের সাথে মিটিং করছি। এছাড়া প্রতিটি বিটে দায়িত্বরত অফিসাররা প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণের সাথে আলোচনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিচ্ছেন, যার ফলে সুফল জনসাধারণ পাচ্ছেন। ইভটিজিং সংশ্লিষ্ট বিষয়ে বলেন, স্কুল কলেজ খোলা থাকলে থানার মোবাইল টিম প্রতিনিয়ত ডিউটি রত অবস্থায় মনিটরিং করে। এছাড়া কিশোর গ্যাং এর অপতৎপরতা সম্পর্কে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলছে। অপরাধ করলে কেউই ছাড় পাবেন না। কমিউনিটি পুলিশিং এর ব্যাপারে বলেন, পাঁচ ৫ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কিছুটা বিঘ্নিত হচ্ছিল, তবে এ কার্যক্রম বর্তমানে সচল রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশক্রমে জনসাধারণের সাথে আলোচনার ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর