
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য অন্তর্বর্তী সরকার সমঝোতা স্মারক সই করায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। একইসাথে জানান, এই সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন স্বার্থে জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যায় না। এটি দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের নীতিগত অবস্থান।
আরও বলা হয়, জাতিসংঘের মানবাধিকার অফিস সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে দেখা যায়। বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হয়েও এ ধরনের অফিস খোলার চেষ্টা রহস্যজনক ও অযৌক্তিক। এ সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।
তিনি বলেন, দেশের নিরীহ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে পূর্বে সংঘটিত নানা বর্বর ঘটনায় জাতিসংঘ কোনো আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেনি। সে সময় কি মানবাধিকার লঙ্ঘন হয়নি?
পীর সাহেব দাবি করেন, জাতিসংঘ মানবাধিকার অফিস বাংলাদেশ থেকে দ্রুত সরিয়ে নিতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিষয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ না করে জনগণের আবেগ ও আলেম সমাজের অবস্থানকে গুরুত্ব দিতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর