গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ‘জাভান হোটেল অ্যান্ড বার’-এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হয়েছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে হোটেলটির নামে একটি মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচার করা হয়, যেখানে মিথ্যা তথ্য দিয়ে হোটেলটির ঠিকানা ও পরিচিতি তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে হোটেলটির ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, আনসারী, এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন— ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তিনি বলেন, “ভিডিওতে প্রদর্শিত হোটেলটি আমাদের প্রতিষ্ঠানের নয়। কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
কর্তৃপক্ষ আরও জানান, প্রতিষ্ঠানের সম্মান ও গ্রাহকদের আস্থা নষ্ট করার উদ্দেশ্যে এই ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। এজন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করেছেন, কোনো তথ্য শেয়ার করার আগে সঠিক ভাবে যাচাই করে নিতে।
আনসারী বলেন, “আমাদের হোটেল একটি বৈধ ও সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান। আমরা কোনো অবৈধ কার্যক্রমে জড়িত নই এবং প্রশাসনের সকল নিয়মকানুন মেনে পরিচালনা করছি।”
হোটেল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আশা প্রকাশ করে বলেন,ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর প্রচারণা রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সবশেষে আনসারী সবাইকে অনুরোধ জানান, “দয়া করে ভুয়া ভিডিও বা বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করবেন না, এবং সঠিক তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।”
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর