জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাস পরিষ্কার রাখার কর্মসূচি শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট’।
‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ টিমের উদ্যোগে ১০ দিনব্যাপী এই পরিষ্কার কার্যক্রম চলবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত।

এদিকে ক্যাম্পাসে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন, জেলা সমিতি এবং তথ্য সহায়তা কেন্দ্রে ময়লা-আবর্জনা ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট এবং ডাস্ট কিপার ঝুড়ি বিতরণ করেন সংগঠনটির কর্মীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর