• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাবেদের অর্থ পাচার এখনও চলছে, এস আলম-আরামিট গ্রুপের যোগসাজশ

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
জাবেদের অর্থ পাচার এখনও চলছে, এস আলম-আরামিট গ্রুপের যোগসাজশ
সংবাদটি শেয়ার করুন....

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এখনো দেশ থেকে অর্থ পাচার অব্যাহত রেখেছেন। তার মালিকানাধীন আরামিট গ্রুপের কয়েকজন কর্মচারী ও এস আলম গ্রুপের নামসর্বস্ব প্রতিষ্ঠান যৌথভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, এই বিপুল অর্থ তিনি দেশ থেকে পাচার করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানেও এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে।

সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন জাবেদ। আল-জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

তবে বিভিন্ন কৌশলে এখনো চলছে তার অর্থপাচার কার্যক্রম। গত ৫ ও ৭ অক্টোবর এস আলম গ্রুপের নামসর্বস্ব প্রতিষ্ঠান এমএস নুরজাহান ট্রেডার্সের কাছে ১২ লাখ টাকা পাঠায় আরামিট গ্রুপ। পরবর্তীতে হুন্ডির মাধ্যমে সেই অর্থ বিদেশে জাবেদের কাছে পৌঁছে যায়— যার প্রমাণ মিলে দু’পক্ষের ফোনালাপে।

এক ফোনালাপে হুন্ডি ব্যবসায়ী জাহিদ আরামিট গ্রুপের এজিএম আব্দুল আজিজকে বলেন, ‘আজিজ ভাই কোথায় টাকা পাঠাব বলেন, বাকি টাকা কতক্ষণে দেব জানান।’ এ সময় অপর পক্ষ থেকে জবাব আসে, ‘সময় লাগবে, সময় লাগবে।’

আরেক ফোনালাপে আরামিট পিএলসির সহকারী কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মুবারক জাফরকে বলেন, ‘মোবারক সাহেব আর মন্ত্রী সাহেব মিলে এগুলো করছে। আমি জিজ্ঞেস করেছি, চেকটা কী জন্য, কাকে দেবেন? কিছু বলেননি। খুরশেদ পরিবহনের নাম দিয়ে টাকা যাচ্ছে আরেক অ্যাকাউন্টে— নুরজাহান ট্রেডার্স, মালিক এস আলম গ্রুপ। ওনাদের আত্মীয়-স্বজন এরা।’

গত সেপ্টেম্বরে দুদক আরামিট গ্রুপকে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার নির্দেশনা দেয়। বর্তমানে জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থপাচারের ১১টি মামলা তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে জব্দ করা হয়েছে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবের প্রায় শতকোটি টাকা।