রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রমের তৃতীয় দিনের বৈঠক আগামী সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে, যেখানে জামায়াতে ইসলামীসহ মোট ১২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যেসব দলের সঙ্গে বৈঠকে বসবে ইসি—বাংলাদেশ লেবার পার্টি (৫৬), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯), বিকল্পধারা বাংলাদেশ (১১), বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১) এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)। এরপর বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে অংশ নেবে—বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪), আমার বাংলাদেশ পার্টি–এবি পার্টি (৫০), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (৫৪), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫), খেলাফত মজলিস (৩৮) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা (৩৬)। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালাচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম দিনে দুই পর্বে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল রবিবার আরও ১২ দলের সঙ্গে বৈঠক করবে ইসি। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধনে অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে এবং পর্যায়ক্রমে সংলাপের জন্য আমন্ত্রণসূচি জানানো হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর