রূপসি বাংলার কবি জীবনানন্দ দাসের ১২৬ তম জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো তিন দিনের মেলার আয়োজন করেছে বরিশাল উত্তরণ সাংস্কৃতিক সংগঠন । সোমবার বেলা ১১টায় ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে এই মেলার উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. তাজুল ইসলাম।
জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এই মেলায় উদ্বোধন কালে প্রফেসর তাজুল ইসলাম বলেন , কবি জীবনানন্দ দাস এই কলেজের ছাত্র থেকে পরবর্তীতে অধ্যাপনা করেছেন । তার স্মৃতি এই কলেজের পরতে পরতে জড়িত । মনের টানেই কবি এই বাংলাতেই ফিরতে চেয়েছেন বার বার। তার কবিতায় আমাদের কাছে আজো অমর হয়ে আছেন কবি । বাংলার খ্যাতমান কবির জন্মদিনে উত্তরণের এই আয়োজনে সাধুবাদ জানান তিনি ।
উল্লেখ্য, কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সোম থেকে বুধবার (১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি) তিন দিন ব্যাপী এ মেলা মূল ভবনের মাঠে চলবে। মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান , প্রদীপ প্রজ্বলন , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন বলেন, জীবনানন্দের এ কলেজে তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে চারটি অধিবেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ , চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর