
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই আন্দোলনের পেছনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার মূলনায়ক ছিলেন তারেক রহমান।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। "আমরা বিএনপি পরিবার" নামের একটি সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
রিজভী বলেন, "তারেক রহমান ছাত্র-জনতার কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন। কখনও সরাসরি, কখনও লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দিয়ে আন্দোলনকে পরিচালনা করেন তিনি। অনেক ছাত্রদল নেতা-কর্মী এই আন্দোলনে জীবন দিয়েছেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।"
বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে রিজভী বলেন, "তদন্তকারীরা বলছেন রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, কিন্তু নাম বলছেন না। এর মানে, পরিকল্পিতভাবেই পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল — হয়তো কারও প্রভুর স্বার্থে বা ক্ষমতার খেলায়।"
তিনি বলেন, “এই দেশের মানুষ এমন বাংলাদেশ চায়নি, যেখানে স্বাধীনতার অর্জনকে ধ্বংস করে সরকার ক্ষমতা ধরে রাখতে মিথ্যা বয়ান তৈরি করে।”
রিজভী দাবি করেন, "অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার নির্দেশ দেওয়া হয়েছিল। যারা অস্বীকৃতি জানিয়েছিলেন, তাদের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। যারা নির্দেশ মানেনি, তাদের ডিপার্টমেন্ট থেকে পুরস্কৃত করা উচিত।"
তিনি আরও বলেন, “প্রতিটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, আর যারা অন্যায় আদেশ মানেনি, তারা জাতির গর্ব।”
এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, “প্রথমে জাতীয় নির্বাচন হওয়া উচিত। নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন হলে তা হবে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য। গত ১৬-১৭ বছর মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। এ সময় যেন আর কোনো হত্যাকাণ্ড না ঘটে, সেই দায়িত্ব সরকারকেই নিতে হবে। পুলিশে কেন আস্থা ফিরছে না, তা নিয়ে ভাবতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি। উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর