
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের গাওয়া একটি গানের কপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রদান করেছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স। আজ বুধবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, গতকাল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই ঘটনাকে প্রশংসা করে একটি গান পরিবেশন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স।
আজ বুধবার সাক্ষাতের সময় তিনি প্রধান উপদেষ্টার সামনে গানটির কথা ও ভিডিও উপস্থাপন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর