নরসিংদী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেঃ ফুলকাম বাদশা বলেন এই জেলার এলজিইডির প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলজিইডির উপজেলা এবং জেলা পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এলজিইডির কাজের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি কিভাবে আরও বাড়ানো যায়- সেই ব্যাপারে কাজ করে যাচ্ছে এলজিইডি।
নরসিংদী জেলা এলজিইডির প্রতিটি কর্মকর্তা -কর্মচারী নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবে এবং এলজিইডির ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকবেন বলে তিনি সকলকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, তাঁদের প্রতিটি কর্মকাণ্ড এমন হতে হবে যাতে জনগণ তাঁদের ওপর আস্থা ও বিশ্বাসের বিকল্প কিছু না ভাবে।
এলজিইডি গ্রামীন অবকাঠামোর পাশাপাশি নগর উন্নয়নে দেশের ঐতিহ্যের স্মারক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে মিশে রয়েছে এলজিইডিতে কর্মরত প্রতিটি কর্মকর্তা- কর্মচারীদের মেধা, শ্রম ও আন্তরিকতা।এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও একজন নাগরিক হিসেবে সরকারি কাজের পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বক্ষণিক প্রয়াস চালাবেন বলে প্রত্যাশা করেন।
দেশের চলমান উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
জেলা এলজিইডির সিনিয়র সহকারী মোঃশাহআলম মিয়া বলেন, জনগণ যাতে তাদের প্রত্যাশিত সেবা সহজে ও নির্বিঘ্নে পেতে পারে সেদিকে সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আমরা গুনগতমান ঠিক রেখে টেকশই উন্হনয়নের জন্বেয কাজ করে যাচ্ছি। নির্মবাহী প্রকৌশলীর দিকনির্দেশনায় দ্রুত টেকসই গুণগত মান রেখে জুনের মধ্যে চলমান উন্নয়ন কাজ শেষ করার নির্দেশনা দিয়েছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর