
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে দীর্ঘদিন ভোটাধিকার হরণ হওয়ায় জনগণ এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কামনা করছে। তাঁর দাবি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, নইলে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না।
শুক্রবার বিকেলে নাটোরের তেঘড়িয়া কদমতলা বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলুর অভিযোগ, অতীতের আওয়ামী লীগ সরকারের শাসনামলে হত্যা, গুম, লুটপাট ও নির্যাতনের মাধ্যমে দেশ অস্থিতিশীল করা হয়েছিল। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশে থাকলেও আওয়ামী লীগ দূর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে চাইছে। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া মিছিল-সমাবেশের ভিডিও প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে না পেরে রাতের অন্ধকারে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করছে। হাতে-নাতে ধরা পড়া ব্যক্তিদের স্বীকারোক্তিই প্রমাণ করছে—অগ্নিসংযোগের সঙ্গে তাদের দায় রয়েছে।
সমাবেশে দুলু বলেন, টাকা দিয়ে লোক ভাড়া করে অন্যত্র ঝটিকা মিছিল করিয়ে আওয়ামী লীগ কোনোভাবেই বিচারিক বা রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না। তিনি ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—
নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর