• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬২

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ১৬:৪১ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬২
সংবাদটি শেয়ার করুন....

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬২ জন।

শনিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১৪ জন।

আক্রান্তের সংখ্যার দিক থেকে বরিশাল বিভাগ এখন শীর্ষে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪১ জন, যা সারাদেশের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৬ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৯০ শতাংশ নারী।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশে মোট ৯ হাজার ৪৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৯০ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ১০ শতাংশ নারী।