• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৩ জনের

হাসপাতালে ভর্তি ৪২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ
ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৩ জনের
সংবাদটি শেয়ার করুন....

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়কালে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১০৪ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৩৯ জন নারী।

এছাড়া, চলতি বছরে এ পর্যন্ত ২২ হাজার ৮১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কেবল জুলাই মাসেই ভর্তি হয়েছে দশ হাজারেরও বেশি রোগী।