প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
ঢাকা আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭-২৮ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এটি জার্মানির পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের সফর হিসেবে বিবেচিত হবে। এছাড়া জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচ ২৬-২৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সফর করবেন। এদিকে, জার্মানির একটি প্রতিনিধিদল গত ১৭-২১ অক্টোবর বাংলাদেশ সফর সম্পন্ন করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর