• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ঢাকা -৩১৮৫) সিবিএ এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও অভিষেক ২০২৫ অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ২১:৩৫ অপরাহ্ণ
ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ঢাকা -৩১৮৫) সিবিএ এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও অভিষেক ২০২৫ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা ওয়াসা নবগঠিত সিবিএ এর সভাপতি মোঃ আজিজুল আলম খান এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বজলুল করিম এর সঞ্চালনায় ওয়াসা ভবনস্হ অডিটোরিয়াম বুড়িগঙ্গায় বুধবার কাল ১০ টায় শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্হায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের বিশেষ সহকারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খান নাসিম। এছাড়া ঢাকা মহানগর উত্তর /দক্ষিণের নেতৃবৃন্দ ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিবিএ’র সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ মনির হোসেন পাটোয়ারী স্বাগত বক্তব্য রাখেন।তার বক্তব্যের মাধ্যমে ঢাকা ওয়াসার দীর্ঘদিনের অনিয়ম,বৈষম্য এবং শ্রমিক কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবী অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য বর্তমান কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সিবিএ’র নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে আজিজ এবং মনিরের নেতৃত্বে সংগঠনকে আরো শক্তিশালী করার নির্দেশ দেন।প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সিবিএ’র নেতৃবৃন্দকে সর্বদা সজাগ থাকার তাগিদ দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আগামী যেকোনো আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সিবিএ’র সভাপতি আজিজুল আলম খান ঢাকা ওয়াসার শ্রমিক ভাই বোনদেরকে ঐক্যবদ্ধ থেকে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ’

র হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের (৩১৮৫) কার্যকরী সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল হাসান,অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান সহ শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর /দক্ষিণের নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।