
নির্বাচনের তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে পুনরায় গঠন করবে অন্তর্বর্তী সরকার। বর্তমানে প্রশাসনে যে রদবদল চলছে, তা নিয়মিত প্রক্রিয়ারই অংশ—এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লটারির ভিত্তিতে মাঠ প্রশাসনকে নতুনভাবে সাজানো হবে, তবে তা হবে নির্বাচন শিডিউল ঘোষণার আগেই। তিনি বলেন, বর্তমানে যে স্বাভাবিক প্রক্রিয়ায় বদলি বা পোস্টিং হচ্ছে—সেটি সবসময়ই চলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকেই নিয়মিত পোস্টিং অর্ডার জারি হয়, এটি চলমান প্রক্রিয়া।
তিনি আরও বলেন, নির্বাচন শুরুর পাঁচ দিন আগে থেকেই মাঠে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে। নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন মাঠে থাকবেন।
জাহাঙ্গীর আলম জানান, ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। পর্যায়ক্রমে সেনাবাহিনী থেকে ১ লাখ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া ৪০ হাজার কোস্টগার্ড, ৫ হাজার নৌবাহিনী সদস্য, ৮ হাজার র্যাব সদস্য এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আনসার সদস্যরা প্রতিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই এবার তাঁদের অস্ত্র দেওয়া হবে।
তিনি বলেন, একটি নির্বাচনের সাফল্য নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর ওপর। যেহেতু রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা শুরু করেছে, তাই সামনে আর কোনো জটিলতা দেখা যাচ্ছে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ঘোষণা হবে। এ রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, রায়কে ঘিরে সরকার বড় ধরনের কোনো চ্যালেঞ্জ দেখছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে সবকিছু স্বাভাবিকভাবেই সম্পন্ন হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর