রাজধানী ঢাকার মিরপুর ১৩তে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খাল সংস্কার কার্যক্রমের আজ (২ ফেব্রুয়ারি )উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নেমে এবং ভাসমান এস্কেভেপরে ওঠে কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগের মেয়রগনও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনো লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন ,লাল গালিচা বিছানো বিষয়টি খেয়াল করিনি, হয়তো আপনারা সেটা খেয়াল করেছেন। তিনি আরো বলেন ,আগে খাল উদ্ধার হয়নি। কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি? এমনটা ভাবলে আমাদের করণীয় কি? আমাদের আট মাস কিংবা চৌদ্দ মাসে পুরোটা করা সম্ভব হবে না ।কিন্তু কার্যক্রম শুরু টা তো করে দিতে পারি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর