
ঢাকার হযরত শাহজালালসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আজ (১ জুলাই, সোমবার) মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ২০২৫-২৬ অর্থবছর শুরু হওয়ার প্রাক্কালে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
যেসব বিমানবন্দরে কার্যক্রম বন্ধ হচ্ছে:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম
সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী
বেবিচকের ব্যাখ্যা অনুযায়ী, এই পদক্ষেপের উদ্দেশ্য—
✅ যাত্রীসেবার মানোন্নয়ন
✅ নিরাপত্তা জোরদার
✅ প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা
শাহজালাল বিমানবন্দরে বন্ধ হচ্ছে নিচের ১৪টি প্রতিষ্ঠানের কার্যক্রম:
এরোস ট্রেডিং
মেসার্স সজল এন্টারপ্রাইজ
মাহবুবা ট্রেডার্স
নাহার কনস্ট্রাকশন
এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড
এ ফাইভ রোডওয়ে লিমিটেড
ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস
শিরিন এন্টারপ্রাইজ
হাওলাদার অ্যান্ড সন্স
অথৈ এন্টারপ্রাইজ
ওল্ফ করপোরেশন
আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস
ধানসিঁড়ি কমিউনিকেশন
ডিপার্টমেন্ট এস কনসালটিং
চট্টগ্রামে: ফ্যালকন এজেন্সি
সৈয়দপুরে: ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিম
২৯ জুন ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে
৩০ জুন আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি
ইজারা নবায়নের কোনো সুযোগ থাকছে না
রাত থেকেই কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ
বেবিচকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, “আগামীতে এসব স্পেস নতুন নীতিমালার আওতায় ইজারা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে অনিয়মে যুক্ত কিছু প্রতিষ্ঠানকে বাদ দিতেই এই কঠোর সিদ্ধান্ত।”
একাধিক সূত্র বলছে, যাত্রীসেবার মানহানিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেগুলোর অনেকেই বহু বছর ধরে একই ইজারায় কার্যক্রম চালিয়ে আসছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর