
মূল্য সংযোজন কর আইন, ২০১২; কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩–এর অফিসিয়াল বা ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩–এর অথেন্টিক ইংলিশ টেক্সট সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই তিন আইনের অধীন প্রণীত বিধিমালার ইংরেজি সংস্করণ না থাকায় দেশি-বিদেশী বিনিয়োগকারী, পেশাজীবী বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা নানা জটিলতার মুখে পড়ছিলেন।
বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশের রাজস্ব সংশ্লিষ্ট আইন গভীরভাবে পর্যালোচনা ও সঠিকভাবে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন—সেজন্য সকল আইনের অথেন্টিক ইংলিশ টেক্সট অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এবং কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ বাতিল করে ২০২৩ সালে নতুন আয়কর ও কাস্টমস আইন প্রণয়নের পর থেকেই দেশি-বিদেশী বিনিয়োগকারীরা এই তিনটি আইনের ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। এনবিআর জানায়, আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে আইনগুলোর ইংরেজি ভার্সন চূড়ান্ত করেন।
পরে পৃথক কমিটির একাধিক পর্যায়ের রিভিউ শেষে লেজিসলেটিভ বিভাগের ভেটিংয়ের জন্য পাঠানো হয়। লেজিসলেটিভ বিভাগ পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় সংশোধনী এনে ভেটিং সম্পন্ন করে। এরপর বিজি প্রেস গেজেট নোটিফিকেশন আকারে এগুলো প্রকাশ করে। গত ১৬ অক্টোবর SRO No-404-Law/২০২৫ এর মাধ্যমে ‘Income Tax Act, ২০২৩’ সরকারি গেজেটে প্রকাশিত হয়। পরে ১৩ নভেম্বর SRO No-440-Law/২০২৫/৩২৬-Mushak এর মাধ্যমে ‘Value Added Tax and Supplementary Duty Act, ২০১২’ প্রকাশ করা হয় এবং একই দিন SRO No-441-Law/২০২৫ এর মাধ্যমে ‘Customs Act, ২০২৩’ গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়। এর আগে গত ১০ নভেম্বর SRO নং-৪৩৯-আইন (অনুবাদ)/২০২৫ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬–এর অথেন্টিক ইংলিশ টেক্সট ‘Value Added Tax and Supplementary Duty Rules, ২০১৬’ হিসেবে গেজেটে প্রকাশিত হয়।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২; কাস্টমস আইন, ২০২৩; আয়কর আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬–এর অথেন্টিক ইংলিশ টেক্সট প্রকাশের ফলে দেশি ও বিদেশী বিনিয়োগকারীরা এই আইনগুলোর বিধিবিধান সঠিকভাবে বুঝতে পারবেন। এতে করদাতাদের আস্থা বাড়বে এবং রাজস্ব সংশ্লিষ্ট আইন প্রয়োগে বিদ্যমান অস্পষ্টতা ও দ্ব্যর্থতা দূর হবে। পাশাপাশি এটি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। আইন তিনটির ইংরেজি ভার্সন তৈরিতে নিবিড়ভাবে কাজ করা আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মরত ও অবসরপ্রাপ্ত মেধাবী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনবিআর। এছাড়া কারিগরি ও আর্থিক সহায়তার জন্য বিশ্ব ব্যাংকসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহায়তাও স্বীকার করেছে সংস্থাটি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর