রাজধানীর উত্তরা-তুরাগের ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ঢাকা-১৮ আসন থেকে বিচ্ছিন্ন করে ঢাকা-১৬ সংসদীয় আসনের সাথে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন তুরাগবাসী।
শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) সকাল ১০টায় উত্তরা ১২ নং সেক্টরের খালপাড় ব্রিজের ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। "সচেতন তুরাগবাসী"র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তবে তুরাগবাসী এই ষড়যন্ত্রকে যেকোনো মূল্যে প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
তারা আরও বলেন, অতীতে তুরাগ ঢাকা-১৮ আসনের অংশ ছিল এবং ভবিষ্যতেও সেখানেই থাকবে। এই প্রচেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই। ঢাকা-১৮ আসনের মানুষ সুখে-দুঃখে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস রয়েছে ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডে। এখানকার বাসিন্দাদের নাগরিক সুবিধা, যাতায়াতসহ সব কিছু ঢাকা-১৮ এর সঙ্গে সম্পর্কিত। তাই আমরা ঢাকা-১৬ তথা মিরপুরের সঙ্গে যুক্ত হতে চাই না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন, ব্যবসায়ী জসিম উদ্দিন, এডভোকেট শরীফ উদ্দিন মিয়া, সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, শরিফ উদ্দিন মন্ডল, মাসুদ রানা, কামরুল হাসান, ১৭ নং সেক্টর কল্যাণ সমিতির সদস্য আব্দুর রশিদ খন্দকার, মো: বাদল, মাহফুজুল ইসলামসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর