
রাজধানী তুরাগের ধউর এলাকা থেকে ৩১২ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবন নগর সেনেরহুদা গ্রামের মৃত মাহতাব হোসেনের পুত্র মোঃ নাগর হোসেন (৩২) ও একই এলাকার মোঃ সোহেল রানার পুত্র মোঃ শিমুল (২১)।
আজ সোমবার তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার আনুমানিক দুপুর পৌনে একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তুরাগের ধউর এলাকায় পুলিশ চেকপোস্টে এসআই মামুনুর রশিদ ও এসআই শহিদের নেতৃত্বে একটি চৌকস টিম তল্লাশি অভিযান পরিচালনা করে মাদকের এ চালানটি জব্দ করেন।
ওসি আরো জানান, এদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনসিডিলের এই চালানটি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মাদক ব্যবসায়ী মোমেনার নিকট পৌঁছে দেয়ার কথা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়িতে পেন্সিল বস্তাবন্দি করে অত্যন্ত গোপনীয়ভাবে ৩১২ বোতল ফেনসিডিল ঢাকায় নিয়ে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর