
রাজধানী তুরাগের দিয়াবাড়িতে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদন করার দায়ে ভাই ভাই ফুড এন্ড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ ভ্রাম্যমান আদালত।
সোমবার রাতে তুরাগের দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ রোডের ৮ নম্বর বাড়িতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন এলিট ফোর্স র্যাব। র্যাব সদরদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
র্যাব-১, উত্তরা কার্যালয়ের সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১, উত্তরা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর ২০২৫) গোপন তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১, উত্তরার একটি দল রাজধানী তুরাগের ডিয়াবাড়ীতে ভাই ভাই ফুড এন্ড বেভারেজ নামীয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, বিএসটিআই পরিদর্শক ও র্যাব সদরদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর উপস্থিতিতে ভেজাল বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব জানিয়েছে, অভিযানকালে বিএসটিআই অনুমোদন বিহীন বিভিন্ন ধরনের তরল পানীয়, বেভারেজ, এনার্জি ড্রিংস, ইউনানী ঔষধ জাতীয় পন্য তৈরী ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারায় ভাই ভাই ফুড এন্ড বেভারেজ নামীয় প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ২,৫০০ লিটার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (ডাব), ৮০০ লিটার আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, ফ্রুটস ড্রিংকস ও কার্বোনেটেড বেভারেজ উৎপাদন বিক্রয় ও বিতরন সহ ৫০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৫০ লিটার সিরাপ জব্দ করা হয়। একইসাথে ভ্রাম্যমাণ আদালতের আদেশক্রমে উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
র্যাব বলছে, রাজধানীতে বেশ কিছু প্রতিষ্ঠান বিএসটিআই এর অনুমোদন ব্যতীত তরল পানীয় ও খাদ্যপণ্য বাজারজাত করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে। জনসাধারণ ও ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে র্যাব ইতিপূর্বেও খাদ্যদ্রব্যে ভেজাল ও লাইসেন্স বিহীন দ্রব্য বাজারজাত করার জন্য দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনেছে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
জরিমানার মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়ে র্যাব।
এদিকে তুরাগের চন্ডাল ভোগ এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী মোজাম্মেল ওরফে মুজা ও বালু ব্যবসায়ী হাজী মিজান অভিযোগ করে সাংবাদিকদের জানান, তুরাগের সর্বস্তরের মানুষের মধ্যে এক আতংন্কের নাম দুলাল ওরফে জর্দান দুলাল। তুরাগের চন্ডাল ভোগ, ডিয়াবাড়ী ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় জর্দা দুলালের নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান ও কোটি কোটি টাকার বিষয় সম্পত্তি আছে। তুরাগের স্থানীয় বাসিন্দারা এ প্রতিবেদককে বলেন, ভাই ভাই ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানের মালিক দুলাল ওরফে জর্দা দুলাল। অল্পদিনের ব্যবধানে জর্দা দুলাল কোটিপতি বনে গেছেন। টাকা পয়সা, ভূসম্পত্তি, বাড়ি-গাড়ি এমনকি তার সম্পদের কোন হিসেব নেই। উত্তরা- তুরাগ এলাকাবাসিদের কাছে তিনি এ নামেই পরিচিত।