• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণখান, ফায়দাবাদ রাজউকের অভিযান-বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৯:৪৬ অপরাহ্ণ
দক্ষিণখান, ফায়দাবাদ রাজউকের অভিযান-বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ ও জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর উত্তরাস্ত দক্ষিনখান ফায়দাবাদ এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলায়েত হোসেন এর নেতৃত্বে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। রাজউক, ডেসকো ও পুলিশের তৎপর অংশগ্রহনে মোট ৭টি ভবনে অভিযান পরিচালিত হয়। ফলস্বরুপ ৩টি ভবনের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন ও ১৫টি মিটার জব্দ করা হয় এবং অভিযোগপ্রাপ্তদের জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলায়েত হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজউকের বিভিন্ন কর্মকর্তা, ডেসকো ও পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন। অভিযান কালে প্রতিটি লক্ষস্থলেই দেখা যায় যে সংশ্লিষ্ট ভবনগুলো রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করছে। এছাড়া অনুমোদিত নকশার রাইরে অতিরিক্ত ডেভিয়েশন, নকশা পরিবর্তন ও ভবনের চারপাশে প্রয়োজনীয় জায়গা না রাখা ইত্যাদি অনিয়ম ধরা পড়ে। ফলে আবু সুফিয়ান প্রোপাটিজ লিমিটেড কে ২লক্ষ টাকা জরিমানার সাথে সাথে নিয়ম বহির্ভূত নির্মাণ কাজ থেকে বিরত থাকার অঙ্গিকার করানো হয়। অপর দিকে মোফাজ্জেল হোসেন এর গার্ডেন প্রোপাটিজকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি ভবন নির্মান করে রাজউকের ক্লিয়ারেন্স ছাড়াই ১২ টি ফ্লাট ভাড়া দিয়েছেন তাই মানবিক কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে জরিমানা করা হয় এবং অঙ্গিকার করানো হয় নিয়ম বিহির্ভূত নির্মাণ কাজ থেকে বিরত থাকার জন্য। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলায়েত হোসেন বলেন রাজধানীর পরিকল্পিত নগরায়ন রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ। নিয়ম বর্হিভূত ভবন নির্মাণ কাজ যাতে বন্ধ হয় সেজন্য আমরা প্রতিনিয়ত সচেতনতামূলক ভাবে অভিযান পরিচালনা করে আসছি এবং রাজউক থেকে প্রতিনিয়ত নোটিশ দিয়ে সতর্কতা মূলক নোটিশ করা হচ্ছে । তারপরও যারা নিয়ম মানছে না আমরা তাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করছি। পরিকল্পিত নগরায়নের স্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাজউক কর্মকর্তারা বলেন নিদ্রিষ্ট অভিযোগ ও বিচার বিশ্লেষনের মাধ্যমে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে থাকি। অভিযানটি পরিচালিত হয় সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অভিযান শেষে ফেরার সময় অবৈধ গার্ডেনিং এর নামে দখলকৃত ৩ ফিট রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দেন ম্যাজিষ্ট্রেট মোঃ বেলায়েত হোসেন এবং সাথে সাথে সেই অবৈধ দেয়াল ভেঙ্গে রাস্তা প্রশস্ত করা হয়।