বাংলাদেশের জন্ম ১৯৭১ সালে, এক মহাসাগর রক্তের বিনিময়ে। লাখো শহীদের আত্মত্যাগ, মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ডের নয়, ছিল একটি স্বপ্নের—গণতন্ত্র, দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বনির্ভর অর্থনীতির। কিন্তু আজ, ৫৩ বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর, আমরা কি সত্যিই সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি?
স্বাধীনতার জন্য আমরা লড়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার প্রকৃত মূল্য দিতে পেরেছি কি? আজ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্য। এ যেন স্বাধীনতার আদর্শের সাথে এক নির্মম প্রতারণা!
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর