• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে : ড. সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১৪:০১ অপরাহ্ণ
দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে : ড. সালেহউদ্দিন
সংবাদটি শেয়ার করুন....

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সামষ্টিক অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, যদিও তা পুরোপুরি নয়।

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত “বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এবং ট্যাপট্যাপ সেন্ড যৌথভাবে এই সভার আয়োজন করে। বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিতে সাধারণ সম্পাদক মাসুদুল হক অনুষ্ঠানটি পরিচালনা করেন। ট্যাপট্যাপ সেন্ড সমন্বয়কারী মাহমুদ মনিরও বক্তব্য রাখেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের সক্ষমতা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভারসাম্য কমবেশি স্থিতিশীল, যদিও কয়েক মাস আগে চলতি হিসাবের ভারসাম্য এবং আর্থিক হিসাব নেতিবাচক ছিল। রেমিট্যান্সে প্রবাহ ভালো এবং রপ্তানি আয়ের কারণে চলতি হিসাবের ভারসাম্য এবং আর্থিক হিসাব এখন ইতিবাচক। যদিও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা কিছুটা পুনরুদ্ধার করা হয়েছে।