
বস্ত্রকলের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, দেশে ব্যাঙের ছাতার (মাসরুম ব্যাংক) মতো ব্যাংক রয়েছে। রাস্তায় রাস্তায় ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক মুনাফা করতে পারেনি।
মঙ্গলবার গুলশানে একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘ইম্পারেটিভ ফর সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টস’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
শওকত আজিজ রাসেল বলেন, এতোগুলো ব্যাংক হলেও এসব ব্যাংক প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠেনি; রাজনৈতিক বিবেচনায় গড়ে উঠেছে। এতে পুরো ব্যাংকখাতে ‘কস্ট অব ফান্ড’ বৃদ্ধি পায়। পরিবর্তিত পরিস্থিতিতে একটি পক্ষ পালিয়ে গেলে বাড়তি ‘কস্ট অব ফান্ড’ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ড. আশিকুর রহমান চৌধুরী বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা না থাকার প্রধান কারণ হলো ব্যাংক কোম্পানি আইন ও আইন প্রয়োগে ব্যর্থতা। এটি বাণিজ্যিক ব্যাংকগুলোতে পারিবারিক আধিপত্যকে অনুমোদন করেছে, যা আর্থিক খাতের ক্ষতির কারণ হয়েছে।
সরকারি হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বাধা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ, বাজেট এবং বোর্ড গঠনের ওপর সরকারের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্রতা খর্ব করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করতে এই নিয়ন্ত্রণও সরকারের হাত থেকে ছাড়তে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর