
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার কাজ চলছে এবং গুদামে বই আসা শুরু হয়েছে। তিনি বলেন, নভেম্বরের মধ্যেই সব বই পাওয়া যাবে এবং বই হাতে পেলেই বিতরণ কার্যক্রম শুরু হবে।
রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
উপদেষ্টা আরও বলেন, হাওর একটি বিশেষ এলাকা এবং এখানকার শিক্ষার সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন এসব সমস্যা সমাধানের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সময়ে যারা দায়িত্ব নেবেন, তারা যদি এই কার্যক্রম এগিয়ে নেন, তাহলে হাওরসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারা পাল্টে যাবে।
সারা দেশে মিডডে মিল কর্মসূচি সম্পর্কে উপদেষ্টা জানান, বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে মিডডে মিল চালু রয়েছে। ধীরে ধীরে সারা দেশে এ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “শুধু মেধাবী হলেই হবে না, নৈতিকতাতেও উন্নতি করতে হবে। নৈতিক ও মানবিক না হলে শিক্ষা কোনো কাজে আসবে না।”
‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এতে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপপরিচালক নূরুল ইসলাম, পিটিআই সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।