
নামাজ ইসলাম ধর্মের একটি মৌলিক ইবাদত এবং পাঁচটি ফরজ রুকনের অন্যতম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রতিটি মুসলমান নর-নারীর জন্য আবশ্যিক। কিন্তু অনেকেই ভুল নিয়মে অথবা না জেনে নামাজ আদায় করে থাকেন, যা গ্রহণযোগ্য না-ও হতে পারে। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো নামাজ পড়ার সঠিক নিয়ম।
নামাজ শুরু করার আগে অবশ্যই ওজু করতে হবে। যদি ওজু ভেঙে যায়, তবে পুনরায় করতে হবে।
কিবলা (মক্কার দিকে) মুখ করে দাঁড়াতে হবে। জায়গাটি পবিত্র ও পরিষ্কার হওয়া জরুরি।
মন থেকে ঠিক করুন কোন নামাজ পড়ছেন (যেমন: ফজরের ২ রাকাত ফরজ)। নিয়ত মুখে না বললেও চলে, অন্তরে স্থির করাই যথেষ্ট।
হাত উঁচু করে “আল্লাহু আকবার” বলে নামাজ শুরু করুন। এরপর হাত বুকের ওপর বাঁধুন।
প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা ও সঙ্গে অন্য যেকোনো ছোট সূরা পড়ুন।
রুকুতে গিয়ে “সুবহানা রাব্বিয়াল আজিম” বলুন এবং সিজদায় “সুবহানা রাব্বিয়াল আ'লা” বলুন।
শেষ বৈঠকে তাশাহহুদ, দরুদ ও দোয়া পড়তে হয়।
“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” ডানে ও বামে বলে নামাজ শেষ করতে হয়।
নামাজ পড়ার সময় সম্পূর্ণ মনোযোগ ও খুশু-খুযু থাকা জরুরি।
ভুল হলে সহজুদ (ভুলের সিজদা) দিয়ে সংশোধন করা যায়।
নারী ও পুরুষের নামাজে কিছু ভিন্নতা আছে—তাই নারী মুসল্লিদের আলাদা করে নিয়ম জানা উচিত।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর