
হলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘জেমস বন্ড’ সিনেমা সিরিজে অভিনয় করে খ্যাতি অর্জনকারী জো ডন বেকার আর নেই। গত ৭ মে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
জো ডন বেকার ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি। তার অভিনীত ‘জেমস বন্ড’ সিরিজের তিনটি চলচ্চিত্র— লিভিং ডেলাইটস, গোল্ডেন আই এবং টুমরো নেভার ডাইজ—বিশ্বজুড়ে দর্শকের মন জয় করে নেয়।
১৯৬৫ সালে ‘হানি ওয়েস্ট’ টিভি সিরিজের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন বেকার। প্রথম কাজেই তিনি জনপ্রিয়তা পান। এরপর ১৯৬৭ সালে ‘কুল হ্যান্ড লুক’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। তবে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় আসে ১৯৭৩ সালে, যখন তিনি ‘ওয়াকিং টল’ সিনেমায় শরিফ বাফর্ড পোজার চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান।
তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— চার্লি ভ্যারিক, দ্য ন্যাচারাল, কেপ ফিয়ার, ফ্লেচ, মার্স অ্যাটাকস এবং রিয়েলিটি বাইটস। টেলিভিশনে তিনি ‘আইশিড’, ‘গানস্মোক’, ‘মিশন ইম্পসিবল’ এবং ‘ইন দ্য হিট অব দ্য নাইট’-এ অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন।
ব্রিটিশ মিনিসিরিজ এজ অফ ডার্কনেস-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি ‘বাফটা’ পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাড’ ছিল তার অভিনীত শেষ চলচ্চিত্র। চলতি বছর তিনি আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে অবসর নেন।
ক্যালিফোর্নিয়ার মিশন হিলসে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর