
যশোরের শার্শা উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামে নিখোঁজের চার দিন পর এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি উপজেলার গাতীপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিশ্রমী ও শান্ত স্বভাবের তরুণ আব্দুল্লাহ গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। নিখোঁজের পরদিন ১১ অক্টোবর ছেলে হারানোর ঘটনায় শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আব্দুল্লাহর বাবা ইউনুস আলী।
এরপর ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশের যৌথ অভিযানে কাজীরবেড় গ্রামের সুমন সর্দারের পরিত্যক্ত বাড়ির ভিতরে একটি স্টিলের বাক্সের মধ্যে থেকে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা মরদেহটি আব্দুল্লাহর বলে শনাক্ত করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “মঙ্গলবার সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক।