
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে দলীয় হাইকমান্ড।
মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নোটিশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব মো. আখতার হোসেন। একইসঙ্গে পাঁচ কার্যদিবসের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়েছেন আহ্বায়ক ও সদস্যসচিব যৌথভাবে।
দলের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর