মৎস্য সম্পদের সুরক্ষা, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম দমন করতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে উপকূলীয় এলাকায় অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ আগস্ট ২০২৫) বরগুনার পাথরঘাটা ও ভোলার মনপুরায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকার বেশি।
বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অন্যদিকে, ভোলার মনপুরার জনতা বাজার ও নিকটবর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ হয়, যার মূল্য প্রায় ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।
পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, নৌবাহিনীর এ ধরনের নিয়মিত যৌথ অভিযানের ফলে অবৈধ মৎস্য আহরণ বন্ধ হচ্ছে, সামুদ্রিক সম্পদের অপচয় রোধ করা সম্ভব হচ্ছে এবং উপকূলীয় জীববৈচিত্র রক্ষা পাচ্ছে। পাশাপাশি দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান আরও সুসংহত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের উপকূলীয় ও নৌ-সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর