
পঞ্চগড় সদর উপজেলার মিড়গড় ও তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক এবং ১২ জন বাংলাদেশি রয়েছেন।
বাংলাদেশি নাগরিকদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে। তাদের বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে। ভারতীয় নাগরিকদের বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
শনিবার (১৪ জুন) ভোরে মিস্ত্রিপাড়া বিওপির টহল দল স্থানীয় সূত্রে খবর পেয়ে রজলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে, যাদের মিড়গড় সীমান্ত দিয়ে প্রবেশ করানো হয়েছিল।
আটক বাংলাদেশি নাগরিকদের পরিচয় পাওয়া গেছে:
খুলনার দীঘলিয়া উপজেলার আয়শা শেখ (৩৭), তার ছেলে নিশা শেখ (২২), মিরাজুল শেখ (২৩)
নড়াইলের নিলুফা শেখ (৩৭), তার মেয়ে মরিয়ম (৮) ও ছেলে রেহান শেখ (২১)
বাগেরহাটের আবু তালেব (২১)
বাকি ৪ জন ভারতীয় নাগরিক, যারা আগে মুম্বাইয়ে বসবাস করতেন। আটক বাংলাদেশিদের সদর ইউনিয়ন এলাকায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এবং স্বজনরা আসার পর তাদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে, তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ সীমান্ত হয়ে আরও ৫ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তাদের তেঁতুলিয়া থানার মাধ্যমে ডাকবাংলোয় রাখা হয়েছে।
এই ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। পরিচয় অনুযায়ী:
যশোরের কোরবান আলী গাজী (৩৩), স্ত্রী নাজমা বেগম (২৭), বোন ফারজানা (২৩)
অভয়নগরের তরিকুল শেখ (৪২)
নড়াইলের বন্দনা রানী বিশ্বাস (৩৭), যিনি গর্ভবতী থাকায় তাঁকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, এরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বসবাস করছিলেন এবং সেখান থেকে পুশইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর