
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করা হচ্ছে। এ উদ্দেশ্যে ২৭ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত চীনের একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধিদল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা সফর করে।
চলতি বছরের শুরুতে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তারই বাস্তবায়নের অংশ হিসেবে এই অগ্রগতি ঘটছে।
শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। তাঁর সঙ্গে ছিলেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞগণ। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। সফরকালে চীনা প্রতিনিধিদল জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও নদীভাঙনসহ গুরুত্বপূর্ণ পানি সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন।
বৃহস্পতিবার পানি ভবনে আয়োজিত এক দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে দুই পক্ষ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ ব্যবস্থাপনায় যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার সম্পর্কেও মতবিনিময় হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর