প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ২:১১ অপরাহ্ণ
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ এবং কোনো পরিকল্পনা ছাড়াই এক কাঠার কম জমিতে ৬-৭ তলা ভবন নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন এবং জানান, শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই নতুন করে পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নিয়েছে রাজউক। ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, ভূমিকম্পে রাজধানীর কসাইটুলীতে রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে প্রদর্শন করতে ব্যর্থ হলে ভবনটি সিলগালা করা হবে।
রাজউক চেয়ারম্যান জানান, একাধিক প্লট একত্র করে একটি ভবন নির্মাণ করলে আপাতত কিছু ক্ষতি হতে পারে, তবে নতুন ভবনের উচ্চতা ও সুবিধার কারণে সেই ক্ষতি পুষিয়ে আরও লাভবান হবেন মালিকরা; এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর