জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদরদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের পাঠানো বার্তায় বলা হয়েছে, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা, এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা এবং পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। পাশাপাশি, সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিভিন্ন থানা লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর