• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা

ঢাকা
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১৪:২৩ অপরাহ্ণ
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) সংস্থার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণে প্রস্তাবনা পেশ করেন। এছাড়াও তারা প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও আহ্বান জানান।

প্রতিনিধিদলের উত্থাপিত স্বল্প ও মধ্যম মেয়াদি পরিকল্পনাসমূহের মাঝে রয়েছে:
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একটি সমন্বয় কমিটি করা, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (NCTB) ব্রেইল শাখা চালু করা, শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে একীভূত শিক্ষা, সমন্বিত শিক্ষা ও বিশেষ শিক্ষাসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনায় যুগপযোগী নীতিমালা প্রণয়ন করা ইত্যাদি।

তাদের প্রস্তাবনাগুলো গুরত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, সাবরিনা সুলতানা,
সভাপতি, কৃষ্টি, ইফতেখার মাহমুদ, সহ সভাপতি, কৃষ্টি, সালমা মাহবুব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), খন্দকার সোহেল রানা, এ্যাডভোকেসি এ্যন্ড কমিউনিকেশন কোর্ডিনেটর, সাইটসেভার্স, জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।