
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) সংস্থার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণে প্রস্তাবনা পেশ করেন। এছাড়াও তারা প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও আহ্বান জানান।
প্রতিনিধিদলের উত্থাপিত স্বল্প ও মধ্যম মেয়াদি পরিকল্পনাসমূহের মাঝে রয়েছে:
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একটি সমন্বয় কমিটি করা, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (NCTB) ব্রেইল শাখা চালু করা, শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে একীভূত শিক্ষা, সমন্বিত শিক্ষা ও বিশেষ শিক্ষাসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনায় যুগপযোগী নীতিমালা প্রণয়ন করা ইত্যাদি।
তাদের প্রস্তাবনাগুলো গুরত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, সাবরিনা সুলতানা,
সভাপতি, কৃষ্টি, ইফতেখার মাহমুদ, সহ সভাপতি, কৃষ্টি, সালমা মাহবুব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), খন্দকার সোহেল রানা, এ্যাডভোকেসি এ্যন্ড কমিউনিকেশন কোর্ডিনেটর, সাইটসেভার্স, জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর