
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২২ জুন: প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের পঞ্চম দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ তথ্য দেন তিনি।
আলী রীয়াজ বলেন, “গত কয়েকদিন ধরে চলমান সংলাপে অনেক বিষয়ে অগ্রগতি হলেও কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।” তিনি উল্লেখ করেন,
উচ্চকক্ষ গঠন
নারীদের প্রতিনিধিত্বের কাঠামো
রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি
এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত আলোচনা জাতীয় সংলাপকে নতুন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে নির্বাচনী এলাকার সীমারেখা নির্ধারণ ও রাষ্ট্রের মূলনীতির মতো মৌলিক ইস্যু আলোচনার পরিসরকে আরও গভীর ও অর্থবহ করে তুলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর