
বাংলাদেশ ভুটানকে যেসব অবকাঠামোগত সুবিধা দিয়ে আসছে, সেগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার মতো যথেষ্ট সুযোগ এখনো রয়েছে।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রী পক্ষ থেকে অধ্যাপক ইউনূসের কাছে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
তিনি বাংলাদেশের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান সহযোগিতা স্মরণ করে বিশেষ করে চিকিৎসা শিক্ষা এবং বাংলাদেশে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভুটান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
প্রধান উপদেষ্টা উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দুই দেশের তরুণ সমাজ যেন একে অন্যের দেশ ভ্রমণের মাধ্যমে পারস্পরিক সংস্কৃতি বোঝে এবং বন্ধন দৃঢ় করে।
তিনি আরও জানান, বাংলাদেশ সার্কের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে এবং তা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।
রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, রাষ্ট্রদূতের সময়কালে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর